সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় এক নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি থানার কাজিপাড়া মানিকতলা গ্রামের এক নারী (২৩), সাতক্ষীরার কলারোয়া কাজিরহাট গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনার জিরো পয়েন্ট এলাকার আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), শহরের ইটাগাছা গ্রামের আতিয়ার রহমানের ছেলে শাহিনুর (৩৪), রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলা গ্রামের রফিকুল ইসলামে ছেলে রনি (২৩), ইটাগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), ও গড়েরকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইব্রাহিম ওরফে রাজা (২৩)।
স্থানীয় ব্যবসায়ী বশির আহমেদের মালিকানাধীন সংগ্রাম আবাসিক হোটেলটি পরিচালনা করেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি তুহিনুর রহমান তুহিন।
পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু বলেন, তুহিন পৌর যুবলীগের একটি কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। সংগ্রাম আবাসিক হোটেলটি পরিচালনা করেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে আপত্তিকর অবস্থায় এক নারীসহ আটজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd