সিলেট নগরী থেকে ৬ দিন যাবৎ গৃহবধূ নিখোঁজ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

সিলেট নগরী থেকে ৬ দিন যাবৎ গৃহবধূ নিখোঁজ

Manual7 Ad Code

সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গত ১ অক্টোবর মঙ্গলবার থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জয়শ্রী দেবনাথ (২৫) মৌলভীবাজার জেলার রাজনগর থানাধিন টেংরা গ্রামের উত্তম দেবনাথ এর স্ত্রী। এ ব্যাপারে নিখোঁজ মহিলার স্বামী উত্তম দেবনাথ গত ২ অক্টোবর বুধবার রাজনগর থানায় একটি জি.ডি করেছেন। জি.ডি নং- ৭১।

জি.ডি সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মঙ্গলবার সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সার্টিফিকেট উত্তোলনের উদ্দেশ্যে বেলা সাড়ে ১১টার দিকে রাজনগর থেকে সিলেটগামী বাসে উঠে জয়শ্রী। প্রায় ১টার সময় জয়শ্রী মোবাইল ফোনে তার বোনকে জানায় বাস শহরে প্রবেশ করছে, কিছু ক্ষণ পরে সে তার পিতার কাজীটুলাস্থ বাসায় যাবে। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেন।

Manual5 Ad Code

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো ও মেজেন্ট রংঙের শাড়ী। তার উচ্চতা ৫ ফুট, মুখম-ল লম্বাকার, গায়ের রং শ্যামলা। সে সিলেটের আঞ্চলিক ভাষা কথা বলে। তার সন্ধান পেলে ০১৭১৯ ২৮৬৮৫৮ (স্বামী), ০১৭১২ ২৭৭৫৫১ (পিতা) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ জয়শ্রীর স্বামী উত্তম দেবনাথ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..