জকিগঞ্জের কলেজ ছাত্র জোবায়ের ঢাকায় হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

জকিগঞ্জের কলেজ ছাত্র জোবায়ের ঢাকায় হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Manual1 Ad Code

ঢাকার ধানমন্ডি জিগাতলায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হওয়া জকিগঞ্জের কলেজ ছাত্র জুবায়ের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

Manual4 Ad Code

শনিবার দুপুরে নিহতের নিজ এলাকা জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজসেবী ও রাজনীতিবীদ মোস্তাক আহমদ লস্করের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান কফিলের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সুবহান, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, যুবদল নেতা আহাদুর রহমান মুন্না, যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুস শহিদ, ব্যবসায়ী ফয়ছল আহমদ, মাহতাব আহমদ, ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী, মহিলা সদস্য রুশনা বেগম রফা ও নিহতের বড় ভাই ওলীউর রহমান প্রমূখ।

Manual6 Ad Code

মানববন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা মিছিল সহকারে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আটগ্রাম বাসষ্টেশনে পথসভায় মিলিত হয়।

Manual4 Ad Code

সভায় বক্তারা, রাজধানীর ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত কলেজ ছাত্র জুবায়ের হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী ২ দিনের মধ্যে কলেজ ছাত্র জোবায়ের হত্যায় জড়িতদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয় কলেজ ছাত্র জুবায়ের। এ হত্যাকান্ডের পর বিচার দাবীতে জকিগঞ্জে আন্দোলন অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..