দূর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের গোয়াইনঘাটের ওসি আব্দুল আহাদ ও তদন্ত হিল্লোল’র শুভেচ্ছা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

দূর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের গোয়াইনঘাটের ওসি আব্দুল আহাদ ও তদন্ত হিল্লোল’র শুভেচ্ছা

Manual6 Ad Code

দেশ বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। সনাতান( হিন্দু) ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়।

Manual7 Ad Code

এক শুভেচ্ছা বার্তায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এবং ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল থেকে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অানুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। সেই সাথে ওরা পরিবার পরিজন নিয়ে শান্তি পূর্ণভাবে বসবাস করে আসছে।

এ উৎসবকে সার্বজনীন উল্লেখ করে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকদের জোর দাবি জানিয়ে বলেন গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ৩৮টি পূজামণ্ডপে পূজা চলাকালীন সময়ে শান্তি শৃংখলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করুন। সেই সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনি /আপনারাও দেশ তথা জাতির শান্তি শৃংখলা কামনার্তে সবাইকে ঐক্যবদ্ব হয়ে এগিয়ে আসার অনুরোধও করেছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..