আ.লীগের উপদেষ্টা হলেন আলোচিত জয়নাল হাজারী

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

আ.লীগের উপদেষ্টা হলেন আলোচিত জয়নাল হাজারী

Manual8 Ad Code

ফেনীর বহুল আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) রাতে গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই দায়িত্ব দিয়েছেন।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ জয়নাল হাজারীকে গত সেপ্টেম্বরে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে ভালোভাবে চিকিৎসা করানোর পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা।

Manual4 Ad Code

১৯৮৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত বিশ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জয়নাল হাজারী। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে পড়েন এই আওয়ামী লীগ নেতা। এরপর দীর্ঘদিন তিনি রাজনীতির বাহিরে ছিলেন। ফেনী থেকে প্রকাশিত দৈনিক হাজারিকা নামে একটি পত্রিকার সম্পাদক জয়নাল হাজারি।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..