সিলেটে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটির ইন্তেকাল

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

সিলেটে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটির ইন্তেকাল

Manual1 Ad Code

সিলেটের জালালপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, প্রবীণ আলেমে দ্বীন ও বুযুর্গ, আল্লামা ফুলতলী (রা.)এর খলিফা আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি হুজুর ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেল ৩.৩০মি. তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

কর্মজীবনে তিনি ১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাদেদেওরাইল ফুলতলী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। আটগ্রামের আমজাদিয়া দাখিল মাদ্রাসায়ও তিনি সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি জালালপুর মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগ দেন। নিজ বাড়ি জকিগঞ্জের রতনগঞ্জের বালাউটে তিনি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

Manual5 Ad Code

প্রথম স্ত্রীর ইন্তেকালের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ৮ ছেলে ৩ মেয়েসহ বিপুল সংখ্যক ভক্ত, মুরিদান ও শুভানুধ্যায়ীকে শোক সায়রে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জকিগঞ্জ তথা উত্তর-পূর্ব সিলেটবাসীর প্রিয় মানুষ প্রিয় বালাউটি হুজুর। আল্লামা বালাউটির ইন্তেকালে শোকের ছায়া নেমে এসছে ভক্ত অনুরক্ত ও স্বজনদের মাঝে।

Manual4 Ad Code

আগামীকাল শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় বালাইর হাওরে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটির নামাজের জানাযা অনুষ্টিত হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..