কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে প্রবাসী হাবিবের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে প্রবাসী হাবিবের মৃত্যু

Manual2 Ad Code

কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাবিবুর রহমান নামের এক সৌদি প্রবাসী করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের পুত্র।

বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। জানা যায়, তিনি সকাল ১১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার ফাঁদ রোঙ্গা তুলতে যান। এ সময় পানিতে ডুব দিয়ে রোঙ্গা তুলতে গেলে রোঙ্গার রশি তার পায়ে প্যাঁচিয়ে যায়। এতে তিনি ডুবন্ত অবস্থায় শ^াসরুদ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।

Manual6 Ad Code

পারিবার সূত্রে জানা যায়, হবিবুর রহমান সৌদী আরব প্রবাসী। প্রায় ২ মাস পূর্বে ছুটি নিয়ে বাড়িতে আসেন। আগামী ১১ তারিখ তার কর্মস্থল সৌদী আরবে যাওয়ার কথাছিল। ব্যক্তিগত ভাবে তিনি দুই কন্যা সন্তানের জনক। তার এ করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের বাড়িতে শত শত মানুষের ভিড় রয়েছে এবং আইনী প্রক্রিয়ার শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..