গোলাপগঞ্জে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক গুরুতর

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

গোলাপগঞ্জে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক গুরুতর

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি জামে মসজিদের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মকছুদ আহমদ (২০) নামের সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের লেখই মিয়ার পুত্র।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মকছুদ আহমদ সিএনজি অটোরিকশা নিয়ে ঢাকাদক্ষিণ থেকে ভাদেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উপজেলার ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের নালীউড়ি জামে মসজিদের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের (ঢাকা মেট্টো-গ-১৩-১৭৫৫) সাথে সিএনজি অটোরিকশার
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুছরে যায়। এসময় সিএনজি চালক মকছুদ আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত সিএনজি চালকের চাচা রেবুল আহমদ।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..