সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আন্তর্জাতিক সেবা সংগঠন ”এপেক্স ক্লাবস অব বাংলাদেশ” এর উদ্দ্যোগে জেলা-৪ এর সহযোগীতায় ক্লীন বাংলাদেশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ২নং সিলেট জেলা বার প্রাঙ্গণে ”আপনার আঙ্গিনা আপনি পরিষ্কার রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে কয়েকটি ডাস্টবিন প্রদান এবং ডেংগু প্রতিরোধের জনসচেতনতামুলক লিফলেটের উদ্বোধন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলার জনপ্রিয় পুলিশ সুপার ফরিদ আহমেদ, সিলেট জেলা বারের সভাপতি এড.জামিলুল হক জামিল, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ুম চৌ. , সিলেট জেলা বারের সাধারন সম্পাদক এড. হোসেন আহমদ, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি এপে.চন্দন দাশ, জেলা গভর্ণর-৪ এপে.মো. ইফতেখার হোসেন মনি, সদ্য অতীত জেলা গভর্ণর এপে. এড.মাসুম আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর এপিএস আবুল হোসেন, লাইফ মেম্বার এপে.এড.আব্দুল কুদ্দুস, এপে.চৌধুরী আতাউর রহমান আজাদ, পিডিজি এপে. এড.এপে.মিসবাহুর রহমান আলম, এড.মুফতি মৌলানা আব্দুর রহমান, এপে. এড.গিয়াস উদ্দীন, এপে.এড.কবির আহমদ বাবর,এপে.এড.জয়ন্ত চন্দ্র ধর,এন ই এস এপে.জি ডি রুমো, এপে. শাহেদুর রহমান, এপে. নাজমুল হুদা এপে. আরজ আলী,এপে. এড. সিদ্দিকুর রহমান,এপে. এড. মানিক উদ্দীন, এপে.এড.কবির উদ্দীন, এপে. আবুল হোসেন এপে. মামুন খানসহ বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানগন ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd