সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামের ফজরুল ইসলামের বাড়ির পূর্ব পাশের পুকুর থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দেশীয় পাইপ গান, কার্তুজ, ছুরা প্রভৃতি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এক দল পুলিশ বিশ্বনাথ থানা পুলিশের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলার হালগরা নিয়ামতপুর পশ্চিমপাড়া গোলাপী বেগমের বাসায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে উপজেলার উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামের মৃত সুনাফর আলীর পুত্র ফজরুল ইসলাম (২৯) ও একই গ্রামের মুহিবুর রহমান সাবুর পুত্র মামুন আহমদকে (৩২) আটক করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্ততে ফজলুর ও মামুনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে তাদের হেফাজতে থাকা এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd