সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
মিলন খান (৪৪) পেশায় বাসের চালক। আল মোবারাকা বাস সার্ভিসের কর্মরত আছেন। ড্রাইভিং পেশার আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন।
সোমবার রাতে সিলেট নগরীর কদমতলী থেকে ৫০৪ পিস ইয়াবাসহ মিলন খানকে আটক করেছে পুলিশ। তিনি যশোরের বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামের মৃত কাদির খানের ছেলে।
রাত ১১ টায় দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টস্থ আল সাফা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, মিলন খান বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট বিক্রি করতেন। পরে এসআই সৌমেন দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd