সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জিরো পয়েন্টের সাদাপাথর পর্যটন স্পটে আবারও পানিতে ডুবে ইমনুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক ইমনুর রহমান ঢাকায় বসবাসরত সালিকুর রহমানের পুত্র।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ধলাই নদে নিখোঁজ হন ইমনুর রহমান। বিকেল সাড়ে ৫টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে সিলেটের সাদাপাথরে বেড়াতে আসেন ইমনুরসহ কয়েকজন। বিকেল ৩টার দিকে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলাই নদ থেকে তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd