সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি বলেছেন, বিশে^র সর্বস্থানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেয়া অত্যান্ত প্রশংসনীয় উদ্যোগ। এই কলেজ থেকে শিক্ষার্থীরা চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে সুনামধন্য ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মনের মানুষ হয়ে নিজ নিজ দেশে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে পড়ালেখায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, শুধু নামের আগে ডাক্তার খেতাব লাগালে চলবে না, সেবার মনমানসিতা নিয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।
এল কৃষ্ণ মূর্তি গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন শেষে কলেজের হলরুমে কলেজ কর্তৃপক্ষ ও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ ইসমাঈল পাটোয়ারী’র সভাপতিত্বে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফজরুর রহিম কায়সার, কোম্পানীর ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম.এ মতিন, এমডি সহযোগী অধ্যাপক ডাঃ ওয়েছ আহমদ চৌধুরী, প্রফেসর ডাঃ মাসুদুল আলম, প্রফেসর ডাঃ রুবিনা সুলতানা, চর্ম ও যৌন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, প্যাথলজি বিভাগের প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভুইয়া, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হোসাইন আহমদ প্রমুখ।
পরিদর্শন কালে ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ ইসমাঈল পাটোয়ারী সহ শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd