সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
নার্সিং পেশাকে সবচেয়ে সম্মানের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে নার্সিং পেশা অবহেলিত ছিল। কিন্তু আমি মনে করি এই পেশাটাই সবচেয়ে সম্মানের। কারণ অসুস্থ রোগীকে সেবা দিয়ে সুস্থ করে তুলতে নার্সের সেবার কোনো বিকল্প নেই।
বুধবার গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগে ডিপ্লোমা নার্সিংয়ের ট্রেনিং দেয়া হতো। কিন্তু আমরা চাকরি ক্ষেত্রে নার্সের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। দেশে প্রথম নার্স মেডিক্যাল কলেজ স্থাপন করেছি।
‘‘আমরা এরই মধ্যে সাতটি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নতি করেছি। এবং ৫ হাজার ১০০ নার্স নিয়োগ দিয়েছি। বর্তমানে দেশে ৩৩ হাজার নার্স কর্মরত আছে বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এছাড়াও গাজীপুরে হাইওয়েতে প্রতিদিন দুর্ঘটনা হয়; তাই এখানে নার্সিং কলেজ তৈরি করেছি।’’
স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছি। এর মধ্যে আমরা ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করেছি।’
‘‘নার্সিং কলেজ খুব সফলতার সাথে কাজ করবে বলে আমি মনে করি। আমরা নার্সিং পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিদেশে ট্রেনিং দিচ্ছি। তাই এখন বাংলাদেশের অনেকে নার্সিং পেশায় আসার জন্য আরো আগ্রহ পাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd