বিশ্বনাথের হত্যা মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী আশরাফ হুসেন ওরফে ময়না মিয়া (৫০)’কে গ্রেফতার করেছে র্যাব। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি খালেকসহ একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মাজেরচর এলাকা থেকে আশরাফ হুসেন ওরফে ময়না মিয়া’কে গ্রেফতার করে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- গ্রেফতারকৃত আশরাফ হুসেন ওরফে ময়না মিয়া একটি হত্যা মামলার (বিশ্বনাথ থানার জি আর ১১৭/০৪) যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারের পর আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!