সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক নিজে অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরীর নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, মারুফ(২০)। সে ছাতারখাই গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের হত দরিদ্র কৃষক পরিবারের মেয়ে তার বসত বাড়ীর আঙ্গিনায় রোদে শুকানো কাপড় আনতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উৎ পেতে থাকা মারুফ ঐ যুবতীকে ঝাপটে ধরে মুখ বেঁধে নাম্বার বিহীন সিএনজি গাড়ীতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণ করে।
এদিকে বাড়ীর লোকজন মেয়েকে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায় গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় বাড়ীর নিকটবর্তী একটি রাস্তার তাকে পান। ঘটনাটি জৈন্তাপুর মডেল থানায় অবহিত করে যুবতীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিস) ভর্তি করা হয়।
এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(১) ধারায় মামলা হিসাবে রেকর্ড করে (যাহার নং-১০)। এর পর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখে আসছিলো বলে জানা যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, গোপন সংবাদে ভিত্তিতে আমি ধর্ষকের অবস্থান যানতে পেরে সিএমপি’র সহায়তায় থাকে গ্রেপ্তার করি। ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসতে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd