নগরীতে র‍্যাব-পুলিশের অভিযানে ২৭ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

নগরীতে র‍্যাব-পুলিশের অভিযানে ২৭ জুয়াড়ি আটক

Manual3 Ad Code

সিলেটে পৃথক অভিযান চালিয়ে ২৭ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। নগরীর সোবহানীঘাট, রেলওয়ে স্টেশন ও জালালাবাদ থানার দিঘিরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

সোমবার বেলা আড়াইটার দিকে জালালাবাদ থানার দিঘীরপাড় এলাকা থেকে ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেটের ফকিরেরগাও গ্রামের প্রয়াত আব্দুল খালিদের ছেলে মৌদুত (২৬), কছরপুর কসকালিকা গ্রামের প্রয়াত লালা মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০), পাগইল গ্রামের প্রয়াত খুরশেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও প্রয়াত ইসহাক আলীর ছেলে মো. কামাল (৫০), মোগলগাও গ্রামের প্রয়াত মজিবুর রহমানের ছেলে মাসুক মিয়া (৩৮) ও প্রয়াত আজর আলীর ছেলে জৈন উদ্দিন (২৮), কালীগাও গ্রামের প্রয়াত আছদ আলীর ছেলে মকরম আলী (৪৫)। রায়েরগাও গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে আব্দুস সালাম (৪২), দিঘীরপাড় হাটখোলা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (২৬), এবং নোয়াগাও গ্রামের প্রয়াত এরশাদ আলীর ছেলে হারিছ আলী (৬২)।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করে র‌্যাব।

তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচং গ্রামের রিপন মিয়া (৩৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের আকরাম হোসেন (২৭), নগরীর খুলিয়াটুলার বুরহান উদ্দিন (৪৩), নীলিমা এলাকার ওয়াসীম মিয়া (২৬), মুন্সিগঞ্জের লৌহজং থানার মুতসামান্দা এলাকার জামাল হোসেন (৪০), নগরীর চালিবন্দর এলাকার সুব্রত চক্রবর্তী (১৯), সুনামগঞ্জের সদর থানার জীবদারা গ্রামের মাহবুবুল রহমান (২৬) ও নগরীর মিরাবাজারের খুরশেদ আলী (৩৮)।

Manual5 Ad Code

এছাড়া রাত পৌনে ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার একটি দোকান থেকে র‌্যাব অভিযান চালিয়ে আরও ৯ জুয়াড়িকে আটক করে।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মিন্টু মিয়া (৪০), কাশবন এলাকার সোহেল মিয়া (২৯), খোজারখলার আলমগীর হোসেন (৩০), বিশ্বনাথের আগুনশাসন গ্রামের জুনাব আলী (৩৫), কুমিল্লা সদরের রাজামারা গ্রামের রুবেল আলম (৩০), চাঁদপুরের রুপসা বাজারের সাইফুল ইসলাম রঙ্গিলা (৩৬), লক্ষীপুর রায়পুরের চরবংশী গ্রামের কামাল হোসেন (২৯), ওসমানীনগরের সৈয়দপুর গ্রামের হুমায়ুন আহমেদ (২৭) ও জগন্নাথপুরের টবাছপুর গ্রামের মতিউর হোসেন (২১)।

Manual7 Ad Code

গণমাধ্যমে প্রেরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও র‍্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..