সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
জৈন্তাপুরে পূর্ব শত্রæতার জের ধরে অপহরনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে অপহরনকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, দুই পরিবারের মধ্যে পূর্ব হতে বিরুধ চলে আসছে। বিরুদের জের ধরে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের উনপুর গ্রামের আতাউর রহমানের বাড়ীর সামনের রাস্তার উপর হতে উমনপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে ১৪ সেপ্টেম্বর দুপুর অনুমান ২টায় আল-আমিন (৩০) মামলার বাদীনিকে জোরপূর্বক মাইক্রোবাস (নোহা) গাড়ীতে তুলে অপহরনকরে নিয়ে যায়। বিষয়টি দেখেতে পেয়ে এলাকাবাসী বাদীনির পরিবারকে জানালে পরিবারের সদস্যরা জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক এর নির্দেশে দ্রæত “টিম জৈন্তাপুর” অভিযানে নামে। অভিযানের এক পর্যায় অপহরনকারীর নিকট আত্মীয় বাড়ী উপজেলার ঠাকুরের মাটি (করমাটি) গ্রামের অভিযান পরিচালনা করে অপহরনকারী সহ ভিকটিমকে উদ্ধার করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। এঘটনায় উদ্ধার হওয়া ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়। থানা পুলিশ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় মামলা হিসাবে রেকর্ড করে যাহার নং-০৯, তারিখ: ১৪-০৯-২০১৯।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, সংবাদ পাওয়ার পর পর এসআই ইন্দ্রনীল ভট্টাচায রাজনের নেতৃত্বে “টিম জৈন্তাপুর” দ্রæত অভিযান পরিচালনা করে অপহরনকারী সহ ভিকটিম উদ্ধার করে। মামলা রেকর্ড পূর্বক অপহরনকারীকে আটক দেখিয়ে ১৫সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় আদলতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd