সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে সিলেটে আটক ২

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে সিলেটে আটক ২

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও অপপ্রচার চালানোর অভিযোগে সিলেটে দু’জনকে আটক করেছে র‌্যাব। কাল শনিবার দিবাগত রাতে একজনকে এবং আজ রবিবার দুপুরে আরেকজনকে আটক করা হয়।

Manual7 Ad Code

র‌্যাব জানিয়েছে, এ দু’জন বর্তমান সরকার, জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন ও গুজব ছড়িয়ে আসছিলেন।

Manual4 Ad Code

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সিলেটের বিশ্বনথ উপজেলার মুন্সিবাজার থেকে বদরুল ইসলাম (৪০) নামের আরেকজনকে আটক করে র‌্যাব। বদরুল সিলেটের দক্ষিণ সুরমার শষ্যউরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মুন্সিবাজারের নিউ আলী বস্ত্রাল এন্ড সুজ স্টোরের ভেতর থেকে বদরুল ইসলামকে আটক করা হয়। তিনি তার ফেসবুক আইডি ‘বদরুল ইসলাম বিজয়’ ও ‘বদরুল ইসলাম’ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর বিকৃত ছবি, বর্তমানের সরকারের প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীদের মানহানিকর ছবি শেয়ার করে আসছিলেন।

Manual8 Ad Code

তিনি জানান, তাকে আটকের পর বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

এদিকে, আজ রবিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিলেনিয়াম শপিং সেন্টারে দু’তলা থেকে মেহেদি হাসান নামের এক যুবককে আটক করা হয়। মেহেদি হাসান ওই মার্কেটের ছামিয়া ফেব্রিকসের কর্মচারী।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রীসহ বিভিন্নজনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছিলেন, অপপ্রচার চালাচ্ছিলেন। যা আইসিটি আইনের ধারা অনুযায়ী অপরাধ। এজন্য তাকে আটক করা হয়েছে। মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..