সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঘটনার প্রায় ২৯ মাস পর শনিবার দুপুরে সিলেটের মুক্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা আবুল হোসেন।
চার্জশিটে জঙ্গি হামলায় নিহত মর্জিনার বোন আর্জিনা (১৯), তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং হাসান (২৬) নামে তিনজনকে অভিযুক্ত করে পিবিআই।
চট্টগ্রামের সিতাকুন্ডে সংঘঠিত একটি জঙ্গি হামলার ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ এই তিন জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।
তদন্ত কর্মকর্তা পিপিআই পরিদর্শক আবুল হোসেন জানান, এই তিনজনই জঙ্গিদলের সদস্য। আতিয়া মহলে নিহত ৪ জঙ্গিকে এরাই জঙ্গিবাদে উদ্ভুদ্ধ করে। এছাড়া এতে মোশরফ নামে আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে সে মৌলভীবাজারে জঙ্গিবিরোধী আরেক অভিযানে মারা গেছে।
২০১৭ সালের ২৪ মার্চ ভোর থেকে আতিয়া মহলে অভিযান শুরু হয়। এই অভিযানে ৫ দিন পর সফলতার মুখ দেখে সেনাবাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে ওই ভবনে ব্যাপক গোলাগুলি বহু বিস্ফোরণ ঘটে। ওই অভিযানে চার জঙ্গি, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকসহ ১১ ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিস্ফোরণে আহত হয়েছিলেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd