সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই মটরবাইকসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী কোম্পানীগঞ্জ সদর (বুড়দেও) গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান সেলিম (৩০)। সেলিম অনেক দিন থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াবার হোম ডেলিভারী ব্যবসায় করে আসছেন বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ বৃহস্পতিবার বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আরেফিন টিলার জালিয়ারপাড় গ্রামের ক্লাবের সামনে থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট সেলিমের পকেট থেকে উদ্ধার করা হয়।
এব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান রাতে বাদি হয়ে সেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd