সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯
তাহিরপুর উপজেলার হালীর হাওরপাড়ের পৈন্ডুপ গ্রামে অবস্থিত দ্বীজেন্দ্র কমুার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়। ২০১২ খ্রি. প্রতিষ্ঠিত বিদ্যালয়টিই হাওরপাড়ের একমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ২৪০ জন।
হালীর হাওরের উত্তরপাড়ে জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার মধ্যবর্তী স্থানে এই বিদ্যালয়টির অবস্থান হওয়ার বছরের অর্ধেক সময় নৌকায় ও হেমন্তকালে পায়ে হেঁটে হাওর পারি দিতে হয় শিক্ষার্থীদের। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব কোন নৌকা না থাকায় নিজেদের ছোট ছোট নৌকায় আসা-যাওয়া করতো ছাত্র-ছাত্রীরা। বিষয়টি নজরে পড়ায় শিক্ষার্থীদের বর্ষাকালীন যাতায়াত দুর্ভোগ লাঘব করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
দুর্গম হাওর পারি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে ছাত্র-ছাত্রীদের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা প্রদান করেছেন তিনি।
নৌকা ক্রয়ের জন্য নিজের সম্মানীভাতার ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি। যাতায়াতের জন্য মানসম্মত নৌকা পেয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খুশি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটি।
জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকা দিয়ে দ্বীজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা-যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এই উদ্যোগ নেন এমপি শামীমা শাহরিয়ার।
ছাত্র-ছাত্রীদের নৌকা পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিপক তালুকদার বলেন, আমার হাইস্কুলের ছবিগুলো ফেসবুকে দেখে এমপি অ্যাড. শামীমা শাহারিয়ার নিজের সম্মানিভাতা থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে একটি ইঞ্জিন চালিত বড় নৌকার জন্য ৫০ হাজার টাকা নগদ প্রদান করেছেন। শুনেছি উনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায়ও নিজের সম্মানিভাতা জনকল্যাণে দান করে দিতেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd