টানা দ্বিতীয়বারের মতো জাতীয় মহিলা পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদিকা (সিলেট) হিসেবে স্থান পেয়েছেন সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপিকে সাধারণ সম্পাদক করে ২৪১ সদস্যবিশিষ্ট জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গত রোববার অনুমোদন দেন।
এ কমিটিতে স্থান পেয়েছেন সাংগঠনিক সম্পাদিকা (সিলেট) পদে নাহিদা আক্তার। গত কমিটিতেও নাহিদা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা পদে ছিলেন। টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদা আক্তার তিনি দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।