সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযান চালিয়ে ছয়জন গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮আগষ্ট) বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলান জাফলংয়ের আবু মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ছোটখেল এলাকার মৃত ছাত্তার মিয়ার ছেলে আলাউদ্দিন, মোহাম্মদপুর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে কয়েছ, লাবু গ্রামের মৃত হাসান আলীর ছেলে আমিন এবং একই গ্রামের আমিন মিয়ার ছেলে সুমন ও ইউসুফ আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিভিন্ন সময়ে গোয়াইনঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ৬জন আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd