সিলেটের গোয়াইনঘাটে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল আহাদ।
শুক্রবার (২ আগস্ট) রাতে সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়াইনঘাট থানায় ওসি হিসেবে নিযুক্ত করা হয়। তিনি ওসি আব্দুল জলিলের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে ওসি আব্দুল আহাদ কানাইঘাট থানায় সততা ও নিষ্ঠার সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।




