সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহান উদ্দিন বলেছেন মায়ের বুকের দুধই নবজাতক শিশুর প্রাথমিক টিকা হিসেবে কাজ করে । সেই সাথে মায়েদের প্রথম কাজ শিশু জন্মের পর থেকে ৬মাস পর্যন্ত শুধুুমাত্রই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। অন্যথায় শিশু যেকোন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই মায়ের দুধের বিকল্প কিছুই নেই। গোয়াইনঘাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মা ও বাবাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ক্যাম্পেইনের আয়োজনে উপরোক্ত কথা গুলি বলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্দ্যোগে এবং বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশন ও এলাইভ এন্ড থ্রাইভ বাংলাদেশ’র আয়োজনে ডাঃ মোঃ রেহান উদ্দিন’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এক আলোচনা সভায় মিলিতি হয়।
সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহান উদ্দিন’র সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক নিখিল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিনা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহাকারী,মোঃ নুরুজ্জামান,পরিসংখ্যানবিদ আব্দুল মালেক,এলাইভ এন্ড থ্রাইভ এর উপজেলা নিউট্রিশন এক্রটেনশন অফিসার, সুরঞ্জিত দেব চৌধুরী, জেসিস এর এমআরও নুরুল আলম,ইএসডিও’র উপজেলা কোঅর্ডিনেটর মোঃ আব্দুল বারি,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রমজান আলী, ভার্ড’র উপজেলা ম্যানেজার রঞ্জন চন্দ্র দাস,গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন প্রমূখ। উল্লেখ্য ক্যাম্পেইনে বিজয়ী মায়েদের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd