ঈদুল আজহায় চিকিৎসক নার্সদের ছুটি বাতিলের সিদ্ধান্ত

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ঈদুল আজহায় চিকিৎসক নার্সদের ছুটি বাতিলের সিদ্ধান্ত

Manual6 Ad Code

আসন্ন পবিত্র ঈদুল আজহায় স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী দুই-একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

Manual6 Ad Code

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে সারাদেশে অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিয়ন্ত্রন ও করণীয় শীর্ষক এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, ছুটি বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দুই-একদিনের মধ্যেই জারি করা হবে।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..