এবার মিন্নির পক্ষে লড়বেন ১৫০ আইনজীবী

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

এবার মিন্নির পক্ষে লড়বেন ১৫০ আইনজীবী

Manual5 Ad Code

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে আইনি লড়াই করবেন ১৫০ আইনজীবী। শনিবার একাধিক আইনজীবী এতথ্য জানিয়েছেন।

মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রথমেই ঘোষণা দিয়ে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ বলেছেন, তিনিসহ ঢাকা আইনজীবী সমিতির ৪০ জন আইনজীবী ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন।

Manual4 Ad Code

এদিকে মিন্নিকে আইনি সহায়তা দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি, এএলআরডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আরও প্রায় ১০০ আইনজীবী বরগুনায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্লাস্টের জ্যেষ্ঠ কর্মকর্তা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না গণমাধ্যমকে জানান, মিন্নিকে আইনি সহায়তার জন্য তার সংগঠনসহ বিভিন্ন সংগঠন থেকে প্রায় ১০০ আইনজীবী বরগুনায় যাবেন।

Manual7 Ad Code

জেডআই খান পান্না বলেন, এরই মধ্যে আমাদের আইনজীবীরা কাজ শুরু করে দিয়েছেন। মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

Manual1 Ad Code

আরেক আইনজীবী ফারুক আহম্মেদ জানান, ঢাকা থেকে আমরা ৪০ জন আইনজীবী বরগুনায় যাব। এখন যেহেতু ১৬৪ ধারায় জবানবন্দি হয়ে গেছে। এ মামলার পরবর্তী ৩১ তারিখ জুলাই। ওইদিন আমরা যাব। ওইদিন মিন্নির দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করবো।

Manual8 Ad Code

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..