সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯
জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই ইন্দ্রনীল, এসআই প্রদীপ, এএসআই মনিরুল, হরিধন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তার বাড়ী হতে একশত বোতল অফিসার চয়েছ মদসহ ১জনকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক সম্রাট ডিবির হাওর গ্রামের মৃত আব্দুস শুকুর’র ছেলে হোসেন আহমদ (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভারতে দীর্ঘ দিন থেকে মাদকের বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসছেন, তার বাড়ীতে মাদকের আস্থানা গড়ে তুলে। ফলে এলাকার উঠতি বয়সী ছেলেদের ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানসহ সিলেট শহরে মাদক সরবরাহ করে আসছে। পুলিশ দীর্ঘ দিন হতে তাকে ধরার জন্য চেষ্টা করে আসছে। তার বাড়ী সীমান্ত এলাকা হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন সময় ভারতে পালিয়ে যায়। এবার পুলিশ খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তখন তার বাড়ী থেকে একশত বোতল অফিসার চয়েজ মদসহ তাকে আটক করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে। মামলা রের্কড পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd