ছাত্রীদের লাগাতার যৌন হয়রানি, শিক্ষককে নগ্ন করে পিটিয়েছে জনতা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

ছাত্রীদের লাগাতার যৌন হয়রানি, শিক্ষককে নগ্ন করে পিটিয়েছে জনতা

Manual2 Ad Code

স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অশোভন আচরণ ও যৌন হয়রানির অভিযৈাগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষককে নগ্ন করে মারতে মারতে থানায় টেনে নিয়ে গেলেন উত্তেজিত অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার ইন্দাসে।

Manual6 Ad Code

অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফিরোজ খান। তার বিরুদ্ধে অভিযোগ, ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দিনের পর দিন স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। দীর্ঘ ছয় মাস ধরে এ কাজ করছিলেন তিনি। প্রধান শিক্ষককে এ বিষয়ে একবার জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু, তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

Manual7 Ad Code

বুধবার আবার অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রথমে তারা স্কুলে এসে বিক্ষোভ দেখান। তারপর অভিযুক্ত শিক্ষককে ‘বিবস্ত্র’ করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যাওয়া হয়।

Manual3 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইন্দাস থানার পুলিশ। রাস্তা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..