সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পার্শ্বে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হয়ে যায়।শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সময় আতংকিত যাত্রীরা দৌড়ঝাঁপ শুরু করলে প্রায় ২০ জন যাত্রী আহত হন।
এই ক্রসিং পয়েন্টের সমস্যা এলাকাবাসী অনেক আগে থেকেই দেখে আসছে এবং এটি মেরামতের দাবি করে আসলেও কর্তৃপক্ষ রেললাইনের এ সব ত্রুটিগুলো মেরামতের জন্য গুরুত্ব দিয়ে দেখেনি। তাই আবারো বড়ধরনের রেল দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কুলাউড়াবাসী।
উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।
কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd