ধর্ষকের বিচারে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

ধর্ষকের বিচারে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

আর নয় ধর্ষণ, আর নয় হত্যা, ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই, চাই আইনের যথাযথ প্রয়োগ এই স্লোগানকে সামনে রেখে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মিল্টন আহমেদের সভাপতিত্বে ও মাহিদুল তন্ময় ও শ্রাবন্তী কুরীর যৌথ উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সেক্রেটারী আজিজুল হক, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আলী আওসাফ, ৫ম বর্ষের সাইফুল ইসলাম, ইসফাক জাবেদ, ফাজ্জুল কবীর, শোয়েব হাসান, ৩য় বর্ষের রাইসুল করিম, তন্বী খান, কাবেরী বৃষ্টি, নিশাত যাইয়ারা শিমলীন, আফসানা আক্তার, সুবর্ণা, ২য় বর্ষের আসিফ নুর, মাহদী, পিয়াস, সোনিয়া, মারদিয়া, সুমন, সৌমিক, রিশাদ, কানিজ, তামিম, জিতু, পান্না, শ্রাবণী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর নয় ধর্ষণ, আর নয় হত্যা, ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই, চাই আইনের যথাযথ প্রয়োগ এই স্লোগানকে সামনে রেখে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন অনুষ্ঠিত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..