সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
বিয়ানীবাজারে ২৫০ পিস ইয়াবাসহ কবির আহমদ (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশের মাদক বিরোধী সেল।
রোববার (১৪ জুলাই) দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নিদের্শনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে মাদকবিরোধী সেলের অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
আটক ব্যাক্তি বিয়ানীবাজার থানাধীন গজুকাটা দক্ষিণ সাকিনের মৃত মছব্বির আলীর ছেলে।
এ ব্যপারে জেলার মাদক বিরোধী সেলের এসআই (নিরস্ত্র) মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এজাহার দাখিল করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীণ বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd