সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
সিলেট নগরীতে দুই যুবককে অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোরে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার হোয়াইট হাউজ নামের একটি বাড়ির ৩য় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার বাগমাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র শফিকুজ্জামান সিয়াম (২২) ও কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার দৌলতপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মিন্টু মিয়া (২১)।
সিয়াম বর্তমানে কোতোয়ালি থানাধীন নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার হোয়াইট হাউজ নামের একটি বাড়ির ৩য় তলা ভাড়া থাকেন ও মিন্টু মিয়া নগরীর কুয়ারপাড় এলাকায় ভাড়া থাকেন। আটককৃত দুজনই যুবলীগ নেতা শামীমের অনুসারী বলে জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
তিনি বলেন, “ভোররাতে নগরীর শামীমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ রাউন্ড শর্টগানের রেডবল কার্তুজ, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি ছোট বড় ধারালো চাকু, ৩টি রামদা, ২টি প্লাস, ২টি লোহার পাইপ ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “তাদের আটকের পর ভোররাতেই কোতোয়ালি থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় মামলা (নং-৩৬/৩২৫) রুজু করা হয়েছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd