পুলিশকে পিটিয়ে মারলো জনতা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

পুলিশকে পিটিয়ে মারলো জনতা

Manual7 Ad Code

আবদুল গনি (৪৮) নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা। এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের রাজসামান্দ জেলায়। দেশটির কুনওয়ারিয়ার বাসিন্দা ছিলেন ওই পুলিশ কনস্টেবল।

Manual4 Ad Code

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলায় ছিলেন আবদুল গনি। শনিবার তিনি তার সেই জমি দেখতে গেলে বিপক্ষ শক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করতে শুরু করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শেষ রক্ষা হয়নি। ভর্তির কিছুসময় পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই পুলিশ কন্সটেবলের।

Manual5 Ad Code

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থানের রাজসামান্দ এলাকা। রাজ্যের পুলিশ দফতর হতবিম্ব। এ ঘটনার সঙ্গে জড়িতেদের ধরতে ইতিমধ্যে মাঠে নেমেছে তারা।

Manual1 Ad Code

যে কোনো মূল্যেই হোক নিহত পুলিশ কনস্টেবলের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..