বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

Manual7 Ad Code
জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল দশার কারণে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় আগামী কাল রবিবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। সড়কটির জগন্নাথপুর উপজেলার অংশে অত্যান্ত নাজুক অবস্থা থাকার কারণে শ্রমিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ইতিপূর্বে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনকে শ্রমিকদের পক্ষ থেকে আহবান করা হয়েছে বলেও দাবি করেছেন শ্রমিকরা।
এব্যাপারে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন- সম্প্রতি সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোন সংস্কার কাজ হচ্ছে না। ফলে গর্তে ভরা সড়ক বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য এই সড়কে বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..