সুরমা নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

সুরমা নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

Manual1 Ad Code

সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন এক কিশোর। নিখোঁজ আব্দুস সামাদ (১৭) সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে নগরীর বাগবাড়ি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

জানা যায়, মিলন নামে এক বন্ধুর সাথে বাজি ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উপকণ্ঠের টুকেরবাজারে শাহজালাল সেতু-৩ থেকে লাফ দিয়ে নদীতে পড়েন সামাদ ও তার ওই বন্ধু। এ দু’জনের বাড়িই বাগবাড়ির নড়িয়া এলাকায়।

Manual8 Ad Code

এরপর মিলন নদী থেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতে তলিয়ে যান সামাদ। রাত ১০ টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

Manual4 Ad Code

কিশোর নিঁখোজের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উৎসুক জনতাও ভীড় করেন ঘটনাস্থলে। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভাসকে। তবে নদীতে স্রোত বেশি থাকায় ও অন্ধকার হয়ে পড়ায় রাতে উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, স্রোতের কারণে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি। নিঁখোজ কিশোরেরও সন্ধান পাওয়া যায়নি।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..