সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২০টি মামলার আসামী বশর মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সোড়া ১০টার দিকে কোম্পানীগঞ্জের জালিয়ার পাড়স্থ তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে ১টি দেশীয় পাইপগান, ১টি কার্তুজ ও ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
আটক বশর মিয়া কোম্পানীগঞ্জের পারোয়া বাজারের জালিয়ার পাড় এলাকার শুকুর মিয়ার ছেলে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম। তিনি জানান, কোম্পানীগঞ্জের আরেফিন টিলার শীর্ষ সন্ত্রাসী বশর মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ, জীব বৈচিত্র্য ধ্বংস, পরিবেশ বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২০টি মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd