কিশোরী নিখোঁজের দুইদিন পর সঙ্গীসহ আটক

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

কিশোরী নিখোঁজের দুইদিন পর সঙ্গীসহ আটক

Manual5 Ad Code

চট্টগ্রামে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ কিশোরীকে দুইদিন পর ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে সঙ্গীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে তাদের আটক করা হয়।

জানতে চাইলে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন জানান, ফোন লোকেশন যাচাই বাছাই শেষে রাতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে তাদের যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে তাদের ফেরত নিয়ে আসা হচ্ছে।

Manual4 Ad Code

ওসি আরও জানান, আটকৃতদের এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হওয়ায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে এটি অপহরণ নাকি প্রেম ঘটিত বিষয় এটি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ওসি নিজাম জানিয়েছিলেন, কিশোরীর ফোন নম্বর থেকে এক যুবক প্রথমে বিয়ে এবং আরেক পর্যায়ে ৩০ হাজার মুক্তিপণ দাবি করেছিল। তখন নিজেদের মধ্যেকার প্রেমের বিরোধ নাকি অপহরণ এ নিয়ে চলে গুঞ্জন। পরে সে ফোন কলের সূত্র ধরে ঢাকায় অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

তবে এ বিষয়ে বক্তব্যের জন্য কিশোরীর ভাই রিয়াদকে একাধিক ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এর আগে সোমবার (৮ জুলাই) সকাল সাতটায় নগরীর খুলশী এলাকা থেকে কোচিংয়ের উদ্দেশে বের হয় তাছমিনা আকতার নিশু (১৮)। নগরীর চকবাজার এলাকায় গুলজার টাওয়ারের রেটিনা কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু নির্ধারিত রুমে ক্লাস না হওয়ায় সে ভবনের নিচে নামেন। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। সারাদিন তার খোঁজ না পেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে পরিবার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..