সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর দিক নির্দেশনায় চলমান মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বিয়ানীবাজার থানাধীন টিকরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ২ চোরকারবারিকে গ্রেফতার করেছে।
তারা হল গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিন (বটেরপাড়া) গ্রামের মৃত আপ্তা আলীর ছেলে এলন মিয়া (৪৫) এবং দত্তরাই গ্রামের মৃত বশির উদ্দিন মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)। এসময় তাদের বহনকৃত একটি সিএনজি অটোরিক্সা সহ তাদের হেফাজতে থাকা ভারতীয় ৮৪,০০০ সেখ নাসির বিড়ি এবং ২০,০০০ ক্লাসিক সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।
আসামী এলন একজন চিহ্নিত চোরকারবারি তার বিরুদ্ধে তিনটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে মর্মে জানা যায়।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিয়ানিবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ইতিমধ্যেই কোর্টে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd