সুরমার তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

সুরমার তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Manual7 Ad Code

সিলেট নগরীর কাজিরবাজারে সুরমা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

সিলেট নগরীর ক্বিন ব্রিজ থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমা নদীর পাড়ে কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। দীর্ঘদিন থেকে নদীর জায়গা দখল করে স্থাপনাগুলো ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল প্রভাবশালী মহল।

Manual3 Ad Code

এর আগে রোববার (৭ জুলাই) কাজিরবাজার খেয়াঘাট এলাকায় ৩৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া মাছবাজার এলাকায় আরও অন্তত ৩০টিসহ সর্বমোট শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে অবৈধ দখলদারদেরকে জায়গা খালি করতে নোটিশ প্রদানের পাশাপাশি তিনদিন আগে পুনরায় মাইকিংও করা হয়েছে। এতে দখলদাররা সাড়া না দেওয়ায় অবৈধ স্থাপনাগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

তারা জানান, নদীর তীর দখল করে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। উচ্ছেদ শুরু হয়েছে, নদীর তীর দখলমুক্ত করার আগ পর্যন্ত উচ্ছেদ চলবে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..