হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল

Manual5 Ad Code

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা রোববারের অর্ধ দিবস হরতাল সফল করার আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাতটায় নগরীতে মশাল মিছিল শেষে এ আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট রেজিস্টারি মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্টিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং বাসদ জেলার সদস্য প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা  যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ মার্কসবাদী) জেলা সদস্য হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, যুব ইউনিয়ন সাধারন সম্পাদক নিরঞ্জন দাস খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে যখন গ্যাসের মূল্য কমছে সেখানে আমাদের দেশে অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীদের পকেট ভারি করতে জনগণের পকেট কাটার ব্যবস্থার আয়োজন।

Manual1 Ad Code

বক্তারা অগণতান্ত্রিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে রোববার ৬-২ টা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..