তিউনিসিয়ায় আবারও নৌকাডুবি, ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯

তিউনিসিয়ায় আবারও নৌকাডুবি, ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

Manual3 Ad Code

তিউনিসিয়ার সমুদ্র উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৪ জুলাই) বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জার্জিস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নৌকা থেকে চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

Manual8 Ad Code

উল্লেখ্য, জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়ত ইউরোপের স্বপ্নভূমির উদ্দেশে দেশ ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের।

Manual3 Ad Code

লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ৬৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩৭ জনই ছিলেন বাংলাদেশের নাগরিক।

চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১৫ হাজার ৯০০ অভিবাসী ও শরণার্থী ইউরোপে পৌঁছেছেন। গত বছরের প্রথম তিন মাসের তুলনায় অবশ্য এবার সংখ্যাটা ১৭ শতাংশ কম।

Manual4 Ad Code

জাতিসংঘের গত জানুয়ারিতে দেয়া হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় প্রতিদিন গড়ে ছয়জন প্রাণ হারান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..