প্রবাসীদের পরিবারের জন্য হচ্ছে ইনসুরেন্স ব্যবস্থা! প্রতিমন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯

প্রবাসীদের পরিবারের জন্য হচ্ছে ইনসুরেন্স ব্যবস্থা! প্রতিমন্ত্রী ইমরান আহমদ

Manual4 Ad Code

প্রবাসীদের কল্যাণে সরকার নানা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছে। ইতিমধ্যে কিছুকিছু বাস্তবায়ন হয়েছে, কিছুকিছু হচ্ছে আর আগামীর জন্য দারুন কিছু পরিকল্পনাও রয়েছে। এই পরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হচ্ছে ইনসুরেন্সের মাধ্যমে প্রবাসে মৃত্যুবরণকারীদের ক্ষতিপুরণ প্রদান করা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমেই গুরুত্ব দিয়েছিলেন এই মন্ত্রণালয়ের স্বচ্ছতার ব্যাপারে। আগে এই মন্ত্রনালয় নিয়ে অনেক বিতর্ক ছিল। এখনো কিছুটা রয়েছে এবং তিনি তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

Manual6 Ad Code

হুন্ডি ব্যবসাকে নিরুৎসাহিত করতে তারা বৈধপথে টাকা পাঠানোর খরচ কিছুটা কমিয়েছেন এবং ইতিমধ্যে তার সুফল পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এতে রেমিট্যান্স পাঠানোর হার দ্রুত বাড়ছে। এ ব্যাপারে আরো কিছু সুবিধা দেওয়ার চিন্তাভাবনা সরকারের রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

বর্তমানে প্রবাসে মৃত্যুবরণকারীদের সরকার সাথে সাথে ৪০ হাজার টাকা ও পরে আরো ৩ লাখ টাকা ক্ষতিপুরণ হিসাবে প্রদান করে থাকেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে সরকার নতুন করে চিন্তাভাবনা করছেন। তাদের মতে, প্রবাসীদের পরিবারগুলোর জন্য এটি খুব বড় সুবিধা নয়। তারা চেষ্টা করছেন ইনসিউরেন্স ব্যবস্থা চালুর।

Manual6 Ad Code

এ ব্যাপারে আলোচনা চলছে। যখন-তখন ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আর তাহলে তা হবে প্রবাসী ও তাদের পরিবারগুলোর জন্য সর্বোত্তম। ক্ষতিপুরণ দেওয়া যাবে আরো অনেক বেশী।

এছাড়া প্রতিমন্ত্রী বিদেশ পাঠানোর নামে প্রতারণা প্রতিরোধে আপমর জনসাধারণ ও জনপ্রতিনিধদের সচেতনতামূলক কর্মতৎপরতার প্রত্যাশা ব্যাক্ত করেন।

প্রতিমন্ত্রী অদক্ষভাবে, অবৈধ পথে বিদেশ না গিয়ে যেকোন কাজে দক্ষতা অর্জন করে বৈধপথে বিদেশ গমনের ব্যাপারে সবার সচেতনতার প্রত্যাশাও ব্যাক্ত করেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং সিলেটের জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান, এডিসি মাহবুবুল হাসান প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..