টঙ্গীতে বাসের ধাক্কায় নার্সের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯


Manual8 Ad Code

রাজধানীর টঙ্গী আব্দুল্লাপুরে ঘাতক বাসের ধাক্কায় টঙ্গী বারডেম মাও শিশু হাসপাতালের তাসরিন (২০) নামের এক নার্স মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, গতকাল রোববার সাকালে ডঃ দেখানোর জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাসরিন। তখন আব্দুল্লাপুরে বাসের জন্য অপেক্ষমান অবস্তায় প্রজাপতি বাস এসে ধাক্কা দেয়। এই ঘাতক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাসরিন নিহত হন। পরে ট্রাফিক পুলিশ প্রজাপতি বাসকে আটক করে এবং চালক ও হেলপার পালিয়ে যায়।

তাসরিন ২০১৮ সালে,মাদরীপুর নার্সিং ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করে। ঢাকা টঙ্গী বারডেম মাও শিশু হাসপাতালে চাকরিতে যোগদান করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..