সুরমা মার্কেটের পাশে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

সুরমা মার্কেটের পাশে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

Manual2 Ad Code

সুনামগঞ্জ শহরের সুরমা মার্কেটের পাশে মিজান আবাসিক হোটেল থেকে সনজু কুমার (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

বুধবার (১২ জুন) বিকেলে হোটেলের কক্ষের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়। সনজু কুমার দে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারের জায়ফরপুর গ্রামের কানাই লাল দের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাতে থাকার জন্য হোটেল কক্ষ ভাড়া নেন সনজু কুমার দে। আজ দিনের বেলা হোটেলের লোকজন অনেক ডাকাডাকি করে তার সাড়া পান নি। পরে সন্দেহ জাগলে হোটেলের কর্মচারী কাঁচের জানালা দিয়ে দেখতে পান হোটেল বর্ডারের দেহ ফ্যানের সাথে ঝুলছে। বিষয়টি দ্রুত ম্যানেজারকে খবর দিলে তিনি সুনামগঞ্জ সদর থানা পুলিশকে জানান।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মিজান হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..