সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯
বাহুবলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আয়েশা হক যোগদান করেছেন। বুধবার সকালে বাহুবল উপজেলার ইতিহাসে প্রথম নারী ইউএনও হিসেবে তিনি যোগদান করেন।
বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এরআগে বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সহকারি পরিচালক, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার, কুমিল্লার লাকসামে সহকারি কমিশনার (ভূমি) ও নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ছিলেন।
সর্বশেষ তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে বাহুবলে যোগদান করেছেন।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামে আয়েশা হকের বাড়ি। তাঁর স্বামী আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd