সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক: হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সাদবপুর এলাকায় একটি মিনিবাস খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রুজেল মিয়া (৩৫) ও রুহেল মিয়া (৩০) কে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মিনি বাস হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে সাদবপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বেশ কিছু যাত্রীরা আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd