সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি কোহিনুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোহিনুর দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড়ের মৃত আব্দুস শহীদের ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানা এলাকায় নাশকতা মূলক কর্মকান্ডের জন্য ৩টি নিয়মিত মামলায় পরোয়ানা রয়েছে।
এছাড়া নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে রয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা। এদিকে, কোহিনুরের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd