সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সিলেট সিক্সার্স ও ঢাকা ডাইনামাইটসের মধ্যকার ম্যাচ দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন সদ্য সাবেক হওয়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা দেড়টায় বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন।
মন্ত্রীত্ব ছাড়ার পর মুহিতের এটাই প্রথম সিলেট সফর। মন্ত্রী থাকাবস্থায় যতবারই সিলেট এসেছেন ততোবারই তাকে বরণ করতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় থাকলেও শুক্রবার মুহিতকে বরণ করতে বিমান বন্দরে ছিলেন না তেমন কেউই।
বিমানবন্দর থেকের থেকে সরাসরি স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করেন সিলেট সিক্সার্সের এ প্রধান পৃষ্ঠপোষক।
পুরো খেলায় গ্যালারিতে বসে নিজের দলকে সমর্থন জানাতে দেখা যায় সাবেক এই প্রভাবশালী মন্ত্রীকে। বিপিএলের ফ্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহিতের ছেলে সাহেদ মুহিত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd